চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্পের সহযোগিতায় এবং শহর সমাজসেবা কার্যালয়-২, চট্টগ্রামের আয়োজনে ওয়ার্ড ও মহল্লা ভলান্টিয়ারদের মাঝে কিট বক্স বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় নগরীর হালিশহর হাউজিং এস্টেটের কে-ব্লকস্থ শহর সমাজসেবা কার্যালয়-২, চট্টগ্রাম এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নগরীর ৩০নং পূর্ব মাদারবাড়ী, ৩৭নং উত্তর মধ্যম হালিশহর (মুনির নগর) ও ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড হতে নির্বাচিত ১৫ জন ভলান্টিয়াদের মাঝে কিট বক্স বিতরণ করা হয়। শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর তাঁর বক্তব্যে বলেন প্রাপ্ত কিট বক্স এর উপকরণ সমূহের লাগসই ব্যবহারের মাধ্যমে শিশু সুরক্ষায় যথাযত ভুমিকা রাখতে হবে। তিনি আরও বলেন যে সকল শিশুরা নির্যাতন, অবহেলা, শোষণ এবং সহিংসতার শিকার হয়ে ঝুঁকির মধ্যে রয়েছে সে সকল শিশুর সুরক্ষা দেওয়াই ওয়ার্ড ও মহল্লা ভলান্টিয়ার মুল কাজ। তিনি আশা প্রকাশ করেন ভলান্টিয়ারগণ বাল্য বিবাহ রোধ, ঝুঁকিপূর্ণ শ্রম নিরসন, বিদ্যালয় থেকে ঝড়ে পড়া রোধসহ শিশু সুরক্ষায় বলিষ্ট ভুমিকা পালন করবেন। ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক ও কারিগরী সহায়তায় পরিচালিত চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্পটি বাস্তবায়ন করছে সমাজসেবা অধিদপ্তর। এ সময় ফিল্ড সুপারভাইজার মো. নুরুল ইসলাম, মোছা: ফাহমিদা আক্তার চৌধুরী, সুজিত কুমার নাথ, রুবি আকতার, নিজ্জ্বল দে ও রুপনা মজুমদার উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস