Wellcome to National Portal

শহর সমাজসেবা কার্যালয়-২,চট্টগ্রাম এর অফিস ১ ফেব্রুয়ারী ২০২৩ হতে নতুন ঠিকানায় পরিচালিত হচ্ছে। নতুন ঠিকানা-শহর সমাজসেবা কার্যালয়-২, চট্টগ্রাম, কে.আর কমপ্লেক্স, বাড়ি নং-২, রোড নং-২, লেইন নং-৩, ব্লক-কে (গেট নং-৯), হালিশহর হাউজিং এস্টেট, চট্টগ্রাম।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রশিক্ষণের বিস্তারিত

প্রশিক্ষণ ট্রেডসমূহ।

 

(১)     দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রসমূহে বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত ট্রেড অনুযায়ী অনুরূপ নামকরণ ও সিলেবাস অনুসরণ করা হয়;

বাকাশিবো কর্তৃক অনুমোদিত ট্রেডসমূহ নিম্নরূপ, যথা:

ক্রম

ট্রেড’এর নাম

ট্রেড কোড

ক্রম

ট্রেড এর নাম

ট্রেড কোড

কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন

৭৬

১৩

রেডিও  এন্ড টেলিভিশন সার্ভিসিং

২৬

ইলেকট্রিকাল হাউজ ওয়্যারিং

১৭

১৪

বাশঁ, বেত ও পাটি শিল্প

৬৪

হার্ডওয়্যার এন্ড নেটওয়ার্কিং

৭৭

১৫

জেনারেল ইলেকট্রনিক্স

৯৫

রেফ্রিজারেশন এন্ড এয়ার-কন্ডিশনিং

২৭

১৬

ড্রাইভিং কাম অটো মেকানিক্স

৬৮

ড্রেসমেকিং এন্ড টেইলারিং

২৯

১৭

ট্রাভেল ট্যুরিজম এন্ড টিকেটিং

৯১

সার্টিফিকেট-ইন-বিউটিফিকেশন

৭২

১৮

এমব্রয়ডারি মেশিন অপারেটর অ্যান্ড মেইনটেন্যান্স

০৪

মোবাইলফোন সার্ভিসিং

৩৫

১৯

হর্টিকালচার

৬০

প্রফিসিয়েন্সী ইন ইংলিশ কমিউনিকেশন

৯৭

২০

আমিনশীপ

৪৮

গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া প্রোগ্রামিং

৮১

২১

সার্টিফিকেট ইন প্যাটার্ন ম্যাকিং

৭৩

১০

ব্লক-বাটিক এন্ড প্রিন্টিং

৯৬

২২

ফুড এন্ড বেভারেজ প্রোডাকশন

৩৮

১১

ডাটাবেজ প্রোগ্রামিং

৭৯

২৩

অটোক্যাড

৩৪

১২

ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট

০২

 

 

 

প্রশিক্ষণার্থীর যোগ্যতা

(১) প্রশিক্ষণ গ্রহণের যোগ্য ১৪ থেকে ৪৫ বছর বয়সী যে কোনো বাংলাদেশী নাগরিক (নারী/পুরুষ/হিজড়া) প্রশিক্ষণ গ্রহণের জন্য আবেদন করতে পারবেন:  তবে, সুবিধাবঞ্চিত ও সমস্যাগ্রস্ত ব্যক্তি এ প্রশিক্ষণ গ্রহণের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

 

(২)     সরকারি আদেশের পরিপ্রেক্ষিতে নির্বাচিত সরকারি কর্মচারী এবং প্রকল্প বা কর্মসূচির সুবিধাভোগী প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন;

 

(৩)    প্রশিক্ষণ গ্রহণের ক্ষেত্রে একজন প্রশিক্ষণার্থীর নিম্নবর্ণিত যোগ্যতা থাকতে হবে, যথা:

(ক)   ড্রেস মেকিং এন্ড টেইলারিং, সার্টিফিকেট-ইন-বিউটিফিকেশন, হর্টিকালচার ও ব্লক-বাটিক এন্ড প্রিন্টিং ট্রেড’এর জন্য শিক্ষাগতযোগ্যতা ন্যূনতম ৫ম শ্রেণি বা পিইসি বা সমমান উত্তীর্ণ।

(খ)   অন্যান্য সকল ট্রেড’এর প্রশিক্ষণার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি বা জেএসসি বা সমমান উর্ত্তীর্ণ।

 

 

ভর্তি পদ্ধতি।

 

১)     যে কোনো ট্রেড বা কোর্স’এ ভর্তির জন্য আগ্রহীকে সমাজসেবা অধিদফতর কর্তৃক নির্ধারিত ফরম ইউসিডি- এ ক্ষেত্রমত, সরাসরি বা অফলাইন বা অনলাইন’এ আবেদন করতে হবে; এবং

 

২)     কোনো নির্দিষ্ট ট্রেড’এর ক্ষেত্রে আবেদনকারীর সংখ্যা উক্ত ট্রেড’এর অনুমোদিত আসন সংখ্যার চেয়ে বেশি হলে ভর্তি পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী বাছাই করা হয়।

 

 

ভর্তি ফি।

 

নির্বাচিত প্রার্থীকে নির্ধারিত ভর্তি ফি প্রদান করতে হবে এবং প্রতিটি ট্রেড’এর পরীক্ষায় অংশগ্রহণের জন্য বোর্ড কর্তৃক নির্ধারিত রেজিস্ট্রেশন ফি ও কেন্দ্র ফি প্রদান করতে হবে;

তবে, আর্থ-সামাজিক অবস্থা বিবেচনায় নিয়ে সমন্বয় পরিষদ কোনো নির্বাচিত প্রার্থীর ভর্তি ফি হ্রাস করতে পারবেন।

 

বোর্ড প্রশিক্ষণার্থী নিবন্ধন মেয়াদ।

 

(১)  রেজিস্ট্রেশন ফি ও কেন্দ্র ফি পরিশোধ করে বোর্ড’এর সিস্টেমে প্রবেশ করে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র কর্তৃক নিবন্ধন প্রক্রিয়া নির্ধারিত সময়ে সম্পন্ন করতে হবে;

 

(২)   বোর্ড’এর তালিকাভুক্ত ট্রেড থেকে স্থানীয় চাহিদা অনুযায়ী নির্বাচিত ট্রেড অনুযায়ী বোর্ড’এর সিলেবাস বা কারিকুলাম বা মডিউল মোতাবেক ৩-৬ মাস মেয়াদি/৩৬০ ঘন্টার প্রশিক্ষণ কোর্স জানুয়ারি-জুন ও জুলাই-ডিসেম্বর অথবা জানুয়ারি-মার্চ, এপ্রিল-জুন, জুলাই-সেপ্টেম্বর ও অক্টোবর-ডিসেম্বর সেশনে পরিচালিত হয়ে থাকে।

 

 

প্রশিক্ষণ সমাপ্তি সুবিধা।

 

১. বোর্ড কর্তৃক নির্ধারিত সিলেবাস অনুযায়ী প্রশিক্ষণ গ্রহণ এবং নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হলে সনদপত্র প্রদানের মাধ্যমে প্রশিক্ষণের সমাপ্তি হবে।

 

(২) প্রশিক্ষণ কোর্স সফলভাবে সমাপনকারী প্রশিক্ষণার্থী আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী বা উদ্যোক্তা হিসেবে আগ্রহী হলে সংশ্লিষ্ট জেলার আওতাধীন শহর সমাজসেবা কার্যালয় পরিচালিত ঘূর্ণায়মান তহবিল থেকে সুদমুক্ত ক্ষুদ্রঋণ গ্রহণের জন্য আবেদন করতে পারবে।