দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
মানব সম্পদ উন্নয়ন ও দক্ষ জনসম্পদ সৃষ্টির লক্ষ্যে সরকারের রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে সমাজসেবা অধিদফতরাধীন ৮০টি শহর সমাজসেবা কার্যালয়ে ২৩টি ট্রেড-এ সাফল্যের সাথে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করা হচ্ছে। ৮০ টি কেন্দ্রে জানুয়ারি-জুন ও জুলাই-ডিসেম্বর সেশনে প্রশিক্ষাণার্থী ভর্তি করা হয়। সমগ্র দেশের প্রশিক্ষণ কার্যক্রমকে একটি সমন্বিত প্লাটফর্মে এনে কাঙ্খিত সেবা প্রদানসহ সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশীদার হওয়া এবং প্রশিক্ষণার্থীর ভর্তি প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্নকরণের লক্ষ্যে skills.gov.bd/dss ও dsssdtms.gov.bd সফটওয়্যারে অনলাইন ভর্তি কার্যক্রমসহ বিভিন্নমুখী কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে। শহরে বসবাসরত বেকার যুব সম্প্রদায়সহ সমাজসেবা অধিদফতর পরিচালিত সরকারি শিশু পরিবারের এতিম শিশু, বেসরকারি এতিমখানা/ শিশুসদনের এতিম শিশু, শহরে উচ্চ শিক্ষার্থে আসা বিশ্ববিদ্যালয়/ কলেজের ছাত্র-ছাত্রী, প্রতিবন্ধীব্যক্তি, বেদে, হিজড়া ও অনগ্রসর জনগোষ্ঠীকে এসব ট্রেড-এ ৩৬০ ঘন্টার প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এছাড়া ইতিপূর্বে প্রধানমন্ত্রীর কার্যালয় বর্তমান আইসিটি বিভাগ পরিচালিত এটুআই কর্মসূচির মাধ্যমে কওমী মাদ্রাসার শিক্ষার্থী, ইমাম, মুয়াজ্জিনদেরকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করে সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে আনার প্রচেষ্টায় শহর সমাজসেবা কার্যালয়সমূহ কর্তৃক পরিচালিত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রসমূহকে বেছে নেয়া হয়েছে, যা এ কার্যক্রমকে আরও একধাপ প্রসারিত করেছে।
উদ্দেশ্য-
(১) টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিতকল্পে তরুণদের উপযুক্ত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে যথোপযুক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি;
(২) দেশের তরুণ সম্প্রদায়কে উপযুক্ত পেশায় নিয়োজিত করার লক্ষ্যে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ; এবং
(৩) তরুণ উদ্যোক্তা তৈরি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস