ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে সমাজসেবা অধিদপ্তরের সুদমুক্ত ঋণ বিতরণ
শহর সমাজসেবা কার্যালয়-২, চট্টগ্রামের উদ্যোগে দারিদ্র্য বিমোচন কর্মসূচির অধীনে সুদমুক্ত ক্ষুদ্রঋণ কর্মসূচির আওতায় ১৫৮ জন ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে গাভি পালন, ড্রেস মেকিং, কোরবানি উপলক্ষে গরু মোটাতাজাকরণ ও ক্ষুদ্র ব্যবসার জন্য ৭৭ লক্ষ ৫০ হাজার টাকা সুদমুক্ত ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়। গত ৩০ জুলাই ২০২৫ সকাল ১১টায় নগরীর হালিশহর হাউজিং এস্টেটের কে-ব্লকস্থ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়, চট্টগ্রাম এর পরিচালক (যুগ্ম সচিব) কাজী নাজিমুল ইসলাম এবং সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো: ফরিদুল আলম। বিতরণ কার্যের পূর্বে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷ এতে স্বাগত বক্তব্য দেন শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর। তিনি উপকারভোগীদের উদ্দেশ্যে বলেন সরকার প্রদত্ত সুদমুক্ত ঋণের লাগসই ব্যবহারের মাধ্যমে স্বাবলম্বী হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলকে সামিল হতে হবে। সুবিধাভোগীরা ঋণ গ্রহণের পর পরবর্তী নির্ধারিত সময়ে পরিশোধ করার বিষয়ও তিনি জোর দেন। প্রধান অতিথি বিভাগীয় সমাজসেবা কার্যালয়, চট্টগ্রাম এর পরিচালক (যুগ্ম সচিব) কাজী নাজিমুল ইসলাম বলেন শহর এলাকার নিম্ন আয়ভুক্ত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং যত্নশীল সমাজ প্রতিষ্ঠা করাই সুদমুক্ত ক্ষুদ্রঋণ কর্মসূচির মুল লক্ষ্য। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জসীম উদ্দিন ও উর্বশী দেওয়ান । এ সময় আরও উপস্থিত ছিলেন সুমন কান্তি শর্মা, সুজিত কুমার নাথ, রুবি আকতার, রুপনা মজুমদার, মৌসুমী আক্তার মিতু ও আয়েশা ছিদ্দিকা প্রমুখ। শেষে প্রধান অতিথি ১৫৮ জন ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে নগদ ৭৭ লক্ষ ৫০ হাজার টাকা সুদমুক্ত ঋণ বিতরণ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস