Wellcome to National Portal

শহর সমাজসেবা কার্যালয়-২,চট্টগ্রাম এর অফিস ১ ফেব্রুয়ারী ২০২৩ হতে নতুন ঠিকানায় পরিচালিত হচ্ছে। নতুন ঠিকানা-শহর সমাজসেবা কার্যালয়-২, চট্টগ্রাম, কে.আর কমপ্লেক্স, বাড়ি নং-২, রোড নং-২, লেইন নং-৩, ব্লক-কে (গেট নং-৯), হালিশহর হাউজিং এস্টেট, চট্টগ্রাম।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
শহর সমাজসেবা কার্যালয়-২,চট্টগ্রাম এর উদ্যোগে বিশেষ প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ ক্যাম্প
বিস্তারিত

শহর সমাজসেবা কার্যালয়-২,চট্টগ্রাম এর উদ্যোগে বিশেষ প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ ক্যাম্প

বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বিশেষায়িত ‘আশার আলো স্কুল’ চট্টগ্রামের নিউমুরিংস্থ ক্যাম্পাসে শহর সমাজসেবা কার্যালয়-২,চট্টগ্রাম এর উদ্যোগে বিশেষ প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ ক্যাম্প গত ৩১ মে ২০২৩ সম্পন্ন হয়। স্কুলে অধ্যয়নরত প্রতিবন্ধী শিশুদের নিবন্ধন এবং পরিচয়পত্র প্রদানের (সুবর্ণ নাগরিক কার্ড) উদ্দেশ্যে পরিচালিত বিশেষ প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ ক্যাম্পে নেতৃত্ব দেন শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর এবং তাঁকে সহযোগিতা করেন ফিল্ড সুপারভাইজার মো. নুরুল ইসলাম। ‘আশার আলো স্কুল’ চট্টগ্রামের অধ্যক্ষ কমান্ডার সৈয়দা শাহানা ইয়াসমীন (শিক্ষা) বিএন বলেন অটিজম বা অটিজমস্পেকট্রাম ডিজঅর্ডারস, বুদ্ধিপ্রতিবন্ধিতা, সেরিব্রাল পালসি, ডাউন সিনড্রোম,বহুমাত্রিক প্রতিবন্ধিতা ও বাক-শ্রবণ প্রতিবন্ধিতা সম্পন্ন ১৪০ জন বর্তমানে এ স্কুলে লেখাপড়া করে। যাদের অধিকাংশের সুবর্ণ নাগরিক কার্ড নেই। শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর বলেন প্রতিবন্ধিতা শনাক্তকরণ ও নিবন্ধন একটি চলমান কার্যক্রম। প্রতিবন্ধিতার ধরন চিহ্নিতকরণ, মাত্রা নিরূপণ ও কারণ নির্দিষ্টপূর্বক প্রতিবন্ধী জনগোষ্ঠী’র সঠিক পরিসংখ্যান নির্ণয়ের নিমিত্ত দেশব্যাপী সমাজসেবা অধিদপ্তর এ কর্মসূচি বাস্তবায়ন করছে। এ সময় পেটি অফিসার মোঃ আব্দুস সাত্তার,সহকারী শিক্ষক শাকেরা আক্তার, তানিয়া আক্তার, সাগরিকা বর্ধন, ফাতিমা ফেরদৌসি, মোঃ সাইদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ডাউনলোড
প্রকাশের তারিখ
31/05/2023
আর্কাইভ তারিখ
30/06/2032