Wellcome to National Portal

শহর সমাজসেবা কার্যালয়-২,চট্টগ্রাম এর অফিস ১ ফেব্রুয়ারী ২০২৩ হতে নতুন ঠিকানায় পরিচালিত হচ্ছে। নতুন ঠিকানা-শহর সমাজসেবা কার্যালয়-২, চট্টগ্রাম, কে.আর কমপ্লেক্স, বাড়ি নং-২, রোড নং-২, লেইন নং-৩, ব্লক-কে (গেট নং-৯), হালিশহর হাউজিং এস্টেট, চট্টগ্রাম।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
শহর সমাজসেবা কার্যালয়-২, চট্টগ্রাম এর আয়োজনে ওয়ার্ড ও মহল্লা ভলান্টিয়ারদের শিশু সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ।
বিস্তারিত

 ওয়ার্ড ও মহল্লা ভলান্টিয়ারদের শিশু সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণে বক্তারা

            “স্মার্ট ও বুদ্ধিদীপ্ত জাতি গঠনে প্রয়োজন সমাজভিত্তিক শিশু সুরক্ষা কাঠামো”

শিশুর পরিপূর্ণ শারীরিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য প্রয়োজন সমাজের প্রতিটি মানুষের শিশুর অধিকার সর্ম্পকে সচেতন হওয়া। ওয়ার্ড ও মহল্লা ভলান্টিয়ারদের শিশু সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণে বক্তারা এ কথা বলেন। গতকাল সকাল ১১টায় নগরীর হালিশহর হাউজিং এস্টেটের কে-ব্লকস্থ শহর সমাজসেবা কার্যালয়-২,চট্টগ্রাম চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্পের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে। ইউরিপিয়ান ইউনিয়ন ও ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক ও কারিগরী সহায়তায় পরিচালিত চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্পটি বাস্তবায়ন করছে সমাজসেবা অধিদপ্তর। এতে স্বাগত বক্তব্য দেন শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর। রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়, চট্টগ্রাম এর সহকারী পরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ ও ইউনিসেফ বাংলাদেশ চট্টগ্রাম জোন অফিসের চাইল্ড প্রটেকশন অফিসার জেসমিন হোছাইন। বক্তারা সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটির গঠন,উদ্দেশ্য,দায়িত্ব ও কর্মপন্থা উপর আলোকপাত করেন। তাঁরা বলেন, যে সকল শিশুরা নির্যাতন,অবহেলা,শোষণ এবং সহিংসতার শিকার হয়ে ঝুঁকির মধ্যে রয়েছে সে সকল শিশুর সুরক্ষা দেওয়াই কমিটির মুল কাজ। তাঁরা আশা প্রকাশ করেন ওয়ার্ড ও মহল্লা ভলান্টিয়ারগণ বাল্য বিবাহ রোধ,ঝুঁকিপূর্ণ শ্রম নিরসন,বিদ্যালয় থেকে ঝড়ে পড়া রোধসহ শিশু সুরক্ষায় বলিষ্ট ভুমিকা পালন করবেন। প্রশিক্ষণে নগরীর ৩০নং পূর্ব মাদারবাড়ী,৩৭নং উত্তর মধ্যম হালিশহর (মুনির নগর) ও ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড হতে নির্বাচিত ১৫ জন ভলান্টিয়ার অংশগ্রহণ করে। এ সময় ফিল্ড সুপারভাইজার মো. নুরুল ইসলাম, সুজিত কুমার নাথ,নিজ্জ্বল দে,রুবি আকতার,রুপনা মজুমদার ও শেখ ইয়াছিন তালিন উপস্থিত ছিলেন।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
02/08/2023
আর্কাইভ তারিখ
31/08/2035