Wellcome to National Portal

শহর সমাজসেবা কার্যালয়-২,চট্টগ্রাম এর অফিস ১ ফেব্রুয়ারী ২০২৩ হতে নতুন ঠিকানায় পরিচালিত হচ্ছে। নতুন ঠিকানা-শহর সমাজসেবা কার্যালয়-২, চট্টগ্রাম, কে.আর কমপ্লেক্স, বাড়ি নং-২, রোড নং-২, লেইন নং-৩, ব্লক-কে (গেট নং-৯), হালিশহর হাউজিং এস্টেট, চট্টগ্রাম।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
‘প্রত্যয়: যুব প্রশিক্ষণের মাধ্যমে সমৃদ্ধি’ শীর্ষক প্রকল্প পরিদর্শনে শহর সমাজসেবা অফিসার।
বিস্তারিত

‘প্রত্যয়: যুব প্রশিক্ষণের মাধ্যমে সমৃদ্ধি’ শীর্ষক প্রকল্প’ পরিদর্শনে শহর সমাজসেবা অফিসার

সমাজসেবা অধিদপ্তর ও ইউসেপ বাংলাদেশ এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত ‘প্রত্যয়: যুব প্রশিক্ষণের মাধ্যমে সমৃদ্ধি’ শীর্ষক প্রকল্প পরিদর্শন করেছেন শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর। গতকাল (২৫ অক্টোবর) সকালে প্রকল্পের আওতায় নগরীর ফ্লোরাপাস রোডস্থ ইউসেপ আমবাগান টিভিইটি ইনস্টিটিউটে কর্মসংস্থানমুখী বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণ তিনি প্রত্যক্ষ করেন। বিনামূল্যে ইলেকট্রিক্যাল ইন্সটেলেশন এন্ড মেইনটেন্যান্স, রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং, টেইলারিং এন্ড ড্রেস মেকিং, আইটি সাপোর্ট টেকনিশিয়ান, সুইং মেশিন অপারেশন, কুকিং এন্ড বেকিং এবং বিউটি কেয়ার ট্রেডে যুব পুরুষ ও মহিলাদের ৩ মাস মেয়াদে এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে। “দক্ষ হয়ে কাজে যাব, অর্থ সম্মান দুই-ই পাব” প্রতিপাদ্যে প্রশিক্ষণে ব্যবহৃত হচ্ছে সুসজ্জিত ল্যাব, চাকুরি প্রাপ্তিতে সহায়তা, সর্বোচ্চ পেশাদারিত্ব নির্ভর অভিজ্ঞ প্রশিক্ষক ও কোর্স শেষে প্রতিজন পাবে ৩০০০ টাকা বৃত্তি। এ প্রকল্পের মাধ্যমে প্রতি ত্রৈমাসিকে ১৬০ জন যুব পুরুষ ও মহিলাদের (১৮-৩৫ বছর) দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হয়। ইতিমধ্যে ৯৬০ জন প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং চলবে ডিসেম্বর ২০২৪ সাল পর্যন্ত। এ সময় ইউসেপ বাংলাদেশ এর চট্টগ্রাম রিজিওনাল ম্যানেজার ইঞ্জিনিয়ার জয় প্রকাশ বড়ুয়া, হেড অব টিভিইটি মো. নাজমুল হোসেন মুকুল, টিম লিডার (সোস্যাল ইনক্লুশন) মো. সায়েদুল হক, ফ্যাসিলিটেটর (সোস্যাল ইনক্লুশন) রোজিনা রেগম, প্রশিক্ষক কোহিনুর আক্তার, লুৎফুন্নাহার বেগম, মো. মাঈন উদ্দিন, প্রনয় ভুষণ দাশ, রাশেদুল ইসলাম, নয়ন তারা চাকমা ও মো. মহসিন উপস্থিত ছিলেন।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
25/10/2023
আর্কাইভ তারিখ
30/11/2051